You dont have javascript enabled! Please enable it!

ঝাউতলা ও নাছিরাবাদ পাহাড়ি এলাকার বধ্যভূমি, চট্টগ্রাম

সিভিল পাইওনিয়ার ফোর্স- যার সদর দপ্তর ছিল চট্টগ্রামে। এর শাখা অফিস ছিল সৈয়দপুর, সান্তাহার এবং অন্য বেশকিছু রেলকেন্দ্র। পাকিস্তান সেনাবাহিনী সুপরিকল্পিতভাবে সিভিল পাইওনিয়ার ফোর্স গড়ে তুলেছিল- যাদের মূল কাজই ছিল বাঙালিদের হত্যা করা। বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসে গোপনে এই সংগঠন গড়ে তোলা হয়। এদের চট্টগ্রামের পাহাড়তলী ও সার্কিট হাউস এলাকায় ট্রেনিং-এর ব্যবস্থা করা হয়। পাকবাহিনীর সহায়তায় এই সিভিল পাইওনিয়ার ফোর্সের সদস্যরাই অসংখ্য মানুষকে ধরে এনে ঝাউতলা ও নাছিরাবাদের পাহাড়ি এলাকায় হত্যা করে। স্বাধীনতার পর ঝাউতলা এলাকার বিভিন্ন সেপটিক ট্যাঙ্ক ও পাহাড়ি ঝোপঝাড়ের মধ্যে অনেকগুলো নরকঙ্কাল পাওয়া যায়।
[ ১৩৭] দিলরুবা বেগম

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!