You dont have javascript enabled! Please enable it! 1971.04.18 | ঝিনাইদহ-কুষ্টিয়া সড়ক সেতুর নিচের বধ্যভূমি | ঝিনাইদহ - সংগ্রামের নোটবুক

ঝিনাইদহ-কুষ্টিয়া সড়ক সেতুর নিচের বধ্যভূমি, ঝিনাইদহ

পাকসেনারা ঝিনাইদহ ক্যাডেট কলেজে তাদের সুদৃঢ় ঘাঁটি গড়ে তোলে। কলেজের সমস্ত জিনিসপত্র লুট করা হয়। এ অপকর্মে অগ্রণী ছিল বিহারিরা। ১৮ এপ্রিল ১২ পাঞ্জাব রেজিমেন্টের ক্যাপ্টেন ইকবাল কলেজের অধ্যাপক হালিম খানকে গুলি করে হত্যা করে। এরপর হত্যা করা হয় কলেজের মালী সাত্তার ও চৌকিদার সাইজুদ্দীনকে। এভাবে হত্যা করে বাঙালিদের লাশগুলো ঝিনাইদহ- কুষ্টিয়া সড়ক সেতুর নিচে ফেলে দেয়া হতো। এই বধ্যভূমিতে অসংখ্য মানুষকে হত্যা করা হয় বলে জানা যায়।
[৩৪] ডা. এম.এ. হাসান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত