টাউন হল নারী নির্যাতন কেন্দ্র, রংপুর
১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনী টাউন হল ভবনকে বানাল তাদের সকল অপকর্মের কেন্দ্রবিন্দু। বৃহত্তর রংপুরের বিভিন্ন অঞ্চল থেকে শত শত নারীকে অপহরণ করে নিয়ে এল তারা। আটকে রাখল এ বন্দি শিবিরে। নারী হারালো তাদের সম্ভ্রম। জীবন দিল অনেকে। যারা এ লজ্জা সহ্য করতে পারল না, তারা হলের পেছনের ইন্দারায় আত্মাহুতি দিল। টাউন হলের গ্রিন রুমসহ অন্য দুটি রুম ছিল বাঙালি নারীদের বন্দিশিবির।
স্বাধীনতার পর এ বন্দিশিবির থেকে প্রায় ৫০ জন বিবস্ত্র নারীকে উদ্ধার করেছে মুক্তিযোদ্ধারা। টাউন হল চত্বরে তখন ছড়িয়ে-ছিটিয়ে ছিল মানুষের কঙ্কাল। লাশের গন্ধে আশপাশে যাওয়া যেত না। নির্যাতন কেন্দ্রের দেয়ালে অনেক নারী রক্ত দিয়ে লিখেছিল তাদের শেষ কথা।
[১৭৪] মুকুল মোস্তাফিজ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত