ডুমুরিয়া বাজারের দাসপাড়া গণহত্যা, খুলনা
ডুমুরিয়া বাজার সংলগ্ন দাসপাড়া একটি হিন্দু অধ্যুষিত গ্রাম। এখানকার কিছু হিন্দু তখনো ভারতে যায়নি। এদের দেশছাড়া, না হয় খতম করতে পাকসেনারা ২৫ এপ্রিল, ১৯৭১-এ সকাল ১০টার দিকে একটি গানবোট নিয়ে ডুমুরিয়া বাজারে আকস্মিক আক্রমণ করলে এলাকাবাসী ছুটাছুটি করে যে যেদিকে পারে পালিয়ে যায়। এ সময় বাজারের মসজিদের দেয়ালের পাশে শিশুপুত্রকে নিয়ে লুকিয়ে থাকা অনন্ত বিশ্বাস নামক এক লোক ঘাতকদের নজরে পড়ে গেলে তারা তাকে গুলি করে হত্যা করে। এ সময় গুলি থেকে রক্ষা পাওয়া শিশুটি ভীত-সন্ত্রস্ত হয়ে চিৎকার করতে থাকলে তারা শিশুটিকে মসজিদের দেয়ালের সাথে আছাড় দিয়ে হত্যা করে। এরপর পাকসেনারা দাসপাড়া গ্রামে এলোপাতাড়ি গুলি চালিয়ে অনেককে হত্যা করে চলে যায়।
[৯২] মোল্লা আমীর হোসেন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত