You dont have javascript enabled! Please enable it!

জামিজুড়ি গণহত্যা, পটিয়া

পাকবাহিনী পটিয়ার বিভিন্ন গ্রাম ও এলাকায় এবং বিশেষ বিশেষ বাড়িতে অভিযান চালিয়ে নির্বিচার হত্যাকাণ্ড চালায়, সেগুলোর মধ্যে অন্যতম জামিজুড়ি ও মুজাফফরাবাদ গ্রাম, হাউদগাঁওয়ের পণ্ডিত বাড়ি (আশকারবাড়ি), কেলিশহর, ছনহরা ভট্টচার্য বাড়ি, পালপাড়া ও গৈড়লা ইত্যাদি। পটিয়ার জামিজুড়ি গ্রাম ছিল হিন্দু সম্প্রদায় প্রধান এলাকা। ২৬ এপ্রিল পাকবাহিনী, রাজাকার ও শান্তি কমিটির সদস্যরা একযোগে এ গ্রামের ভলগা ডাক্তারের বাড়ির ওপর চড়াও হয় এবং তাতে অগ্নিসংযোগ করে। শুধু তাই নয়, ঐ একই সময়ে তারা ডাক্তার করুণা কুমার চৌধুরী (৭০), শিক্ষক প্রফুল্ল ভট্টাচার্য, কবিরাজ তারাচরণ ভট্টাচার্যসহ বাড়ির মোট ১৭ ব্যক্তিকে হত্যা করে।
[১১] আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!