You dont have javascript enabled! Please enable it! জয়দেবপুর রাজবাড়ি গণহত্যা, বধ্যভূমি ও নির্যাতন কেন্দ্র | গাজীপুর - সংগ্রামের নোটবুক

জয়দেবপুর রাজবাড়ি গণহত্যা, বধ্যভূমি ও নির্যাতন কেন্দ্র, গাজীপুর

ঢাকার জয়দেবপুর রাজবাড়ীকে ঘিরেই ছিল দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবস্থান। তৎকালীন মেজর কে.এম. সফিউল্লাহ এখান থেকেই পাকিস্তানিদের বিরুদ্ধে বিদ্রোহ করেন। তাঁর নেতৃত্বে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের অধিকাংশ সৈনিক প্রচুর গোলাবারুদ নিয়ে এই রাজাবাড়ি থেকে ময়মনসিংহের দিকে রওনা হন। শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেন তিনি। পরবর্তীতে জয়দেবপুর পাকিস্তানিদের নিয়ন্ত্রণে চলে আসার পর পাকসেনারা রাজবাড়িকে নির্যাতন আর হত্যাকেন্দ্রে পরিণত করে। বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষকে ধরে এনে নির্যাতন ও হত্যা করে রাজবাড়ির আশপাশে পুঁতে রাখে। এসব হত্যাকাণ্ড ঘটে ব্রিগেডিয়ার জাহানজেব আরবাব ও অন্যান্য অফিসারদের নির্দেশে। স্বাধীনতার পর রাজবাড়ির আশপাশে থেকে বহু মানুষের মাথার খুলি ও হাড়গোড় পাওয়া যায়।
[৩৪, ১৩৭] দিলরুবা বেগম

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত