You dont have javascript enabled! Please enable it!

জয়বাংলা পুকুর বধ্যভূমি, গোপালগঞ্জ

মুক্তিযুদ্ধের সময় গোপালগঞ্জ উপকেণ্ঠ জয়বাংলা পুকুর বধ্যভূমিতে পাকবাহিনী অনেক মানুষকে হত্যা করে। এঁদের মধ্যে কয়েক জনের পরিচয় জানা যায়, এঁরা হলেন-
১। মাহবুবুর রহমান চৌধুরী (পিতা-মনসুর আলী) ২। গুলজার হোসেন চৌধুরী (পিতা-আহমদ হোসেন চৌধুরী) ৩। হারুন রশীদ মোল্লা (পিতা-আ. রাজ্জাক মোল্লা, প্রধান শিক্ষক মানিকহার উচ্চবিদ্যালয়) ৪। আসাদ সরকার (পিতা-আ. খালেক সরদার) ৫। মোসলেম শেখ (পিতা-আ. জাব্বার শেখ) ৬। বালা মোল্লা (পিতা-মোজাম মোল্লা) ৭। আবদুল বারেক শেখ (পিতা-আদম শেখ) ৮। ইউনুস আলী সিকদার (পিতা-মোশারফ হোসেন সিকদার) ৯। দাদ শেখ (পিতা-আবদুল সামাদ শেখ) ১০। আযাহার মোল্লা (পিতা-আ. গফুর মোল্লা) ১১। সুধীর বিশ্বাস (পিতা-নবকুমার বিশ্বাস) ১২। শধীন্দ্রনাথ বিশ্বাস (পিতা-শষ্ঠীচরণ বিশ্বাস) ১৩। নারায়ণ মণ্ডল (পিতা-বিরণ মণ্ডল) ১৪। শ্রী সন্তোষ কুমার দাস (প্রভাষক-কায়েদে আজম মেমোরিয়াল কলেজ) ১৫। কুটি মিয়া শেখ ও আসাদ শেখ (পিতা-সলিমউদ্দিন শেখ) ১৬। মনি মিয়া (পিতা-রুস্তম শেখ) ১৭। বেলায়েত শেখ (পিতা-ইয়াকুব শেখ) ১৮। শচীন্দ্রনাথ বৈদ্য (পিতা-কৃষ্ণবন বৈদ্য) ১৯। কিবরিয়া খান ও ফিরোজ খান (পিতা-লালউদ্দিন খান) ২০। আবু তারা কাজী (পিতা-আজু কাজী) ২১। মাহাবুব আলী খান (পিতা-তনু খান) ২২। আবদুল লতিফ ফকির (পিতা-আশরাফ আলী ফকির) ২৩। ডা. মন্নান মোল্লা (পিতা- আবদুল গনি মোল্লা) ২৪। শওকত আলী (পিতা-ওয়াসির উদ্দিন উকিল) ২৫। আবদুল আলী গাজী (পিতা-তফাজ্জাল গাজী) ২৬। আলাউদ্দিন কাজী (পিতা-আ. খালেক কাজী) ২৭। আ. মালেক (পিতা-কলমদার মল্লিক) ২৮। মোস্তাফিজুর রহমান বাচ্চু (পিতা-আবুবকর সিদ্দিক)।
[৩৪] ডা. এম.এ. হাসান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!