জোড়পুকুরিয়া গণহত্যা, মেহেরপুর
মেহেরপুর জেলার সর্ববৃহৎ গণহত্যা সংঘটিত হয় ২৮ জুলাই গাংনী থানার জোড়পুকুরিয়া গ্রামে। তেতুলবাড়িয়া সীমান্ত থেকে একদল মুক্তিযোদ্ধা জোড়পুকুর হয়ে কাঁচা রাস্তা ধরে ঝিনাইদহ এলাকায় অপারেশনে যাবে—এই খবর পেয়ে মেহেরপুর থেকে পাকসেনার এক বিশাল বহর জোড়পুকুরিয়ায় অ্যাম্বুশ পেতে অপেক্ষায় থাকে। গোপন সূত্রে সংবাদ পেয়ে মুক্তিযোদ্ধারা তাদের অভিযানের সময় পরিবর্তন করে। কিন্তু ফরিদপুর অঞ্চলের দুই শতাধিক শরণার্থীর বহর ঐ দিন ভোররাতে জোড়পুকুরের কাঁচা রাস্তা হয়ে সীমান্ত অভিমুখে যাবার সময় পাকিস্তানি নরঘাতকদের অ্যাম্বুশে পড়ে যায়। বেপরোয়া গুলিবর্ষণে প্রাণ হারায় শতাধিক শরণার্থী।
[১৩৭] রফিকুর রশীদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত