জ্ঞানবাবুর বাড়ি বধ্যভূমি, সিলেট
১৩ এপ্রিল সন্ধ্যায় আক্রমণ চালানো হয় শহরের কেন্দ্রস্থল পুরনো লেনস্থ জ্ঞানবাবুর বাড়িতে। হানাদাররা জ্ঞানচন্দ্র দে, বিজয় কুমার দত্ত, প্রীতিশচন্দ্র দে এবং মুকুল চন্দ্র দেকে পূজামণ্ডপের সামনে দাঁড় করিয়ে হত্যা করে। এদিকে খাঁ পাড়ার দালাল ওয়াহিদ উল্লাহ, সরাফত উল্লাহ এবং আবদুস সালাম সিলেট শহরের ইনকাম ট্যাক্স সুপারভাইজার জিতেন্দ্রনাথ চৌধুরীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। ১৩ এপ্রিল ব্রিগেডিয়ার ইফতেখার রানা শহরের ধনাঢ্য ব্যক্তি বিমলাংশু সেনগুপ্তকে ধরে নিয়ে যায়। তিনি আর ফেরেননি। ১৯ এপ্রিল সিলেট শহরের প্রখ্যাত আইনজীবী অর্ধেন্দ্র শেখর রায় ও শুভেন্দ্র শেখরকে হানাদাররা হত্যা করে।
[৩৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত