চেলপাড়া শান্তি নার্সারি গণকবর, বগুড়া
বগুড়ায় ২৪ এপ্রিল থেকে গ্রামের পর গ্রাম হানা দিতে শুরু করে পাকি বর্বররা বগুড়ার চেলপাড়া, নড়িওলি, ইছাইদহ, আকাশতারা প্রভৃতি গ্রাম থেকে পাকিস্তানি বাহিনী বাঙালিদের ধরে আনে। এভাবে প্রায় ১৩০ জনকে শান্তি নার্সারির নিকট জড়ো করা হয়। এরপর শুরু হয় হত্যাযজ্ঞ। গুলি খেয়ে একের পর এক লুটিয়ে পড়েন গ্রামের নিরীহ মানুষগুলো। কিন্তু গুলির আগেই পড়ে যেয়ে বেঁচে যান আলী। গুলি খাওয়া একজন অর্ধমৃত ব্যক্তি আলীর হাত ধরে তাঁকে সাথে নেয়ার কথা বলেছিলেন। কিন্তু আলী নিজের জীবনের কথা ভেবে তাঁকে সাথে নিতে পারেননি। এ রকম অনেককে এখানে জীবিতাবস্থায় মাটিচাপা দেয়া হয় বলে তিনি জানান।
[৩৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত