You dont have javascript enabled! Please enable it!

চৈত্রাঘাট ও পর্তবী গ্রাম গণহত্যা, মৌলভীবাজার

মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ থানার সিলেট চৈত্রাঘাটের নিকটবর্তী পর্তবী গ্রামে হামলা চালিয়ে হানাদাররা হত্যা করে নরেন্দ্র কুমার দেব, নৃপেন্দ্রকুমার দেব, সুখময় দেব, সোনাচান্দ দেব প্রমুখকে। একই দিনে হানাদারদের অন্য একটি দল চৈত্রাঘাটে হামলা চালিয়ে হত্যা করে অসংখ্য বাঙালিকে।
[৩৪] ডা. এম.এ. হাসান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত