চৈলাখেল গণহত্যা, সিলেট
১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় সিলেট জেলার জৈন্তাপুরের চৈলাখেলা গ্রামের আদর কাপুলে মুক্তিযোদ্ধারা সারি ব্রিজ উড়িয়ে দিলে পাকহানাদার বাহিনীর সদস্যরা গণহত্যা চালায়। তারা চৈলাখেল গ্রামের নিরীহ মানুষগুলোকে ধরে এনে একসাথে জড়ো করে এবং গুলি করে হত্যা করে। তারপর গর্ত করে মাটিচাপা দেয়।
[৫৫] গুলনাহার তুহীন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত