You dont have javascript enabled! Please enable it! ছোটবাঘা জলাশয় বধ্যভূমি | সিলেট - সংগ্রামের নোটবুক

ছোটবাঘা জলাশয় বধ্যভূমি, সিলেট

সিলেট শহরতলির একটি জলাশয়ে গ্রেনেড, খাপসহ একটি বেয়নেট, কয়েকটি বেল্টের ছেঁড়া অংশ, ৫৮ রাউন্ড গুলিসহ একটি কঙ্কাল ও কিছু হাড়গোড় পাওয়া গেছে। শহর থেকে ৫ কিলোমিটার পশ্চিমে টুলটিকর গ্রামের ছোটবাঘা জলাশয়ে গ্রামের কিছু কিশোর মাছ ধরতে গিয়ে এসব আলামতের সন্ধান পায়। জলাশয়টিতে মুক্তিযুদ্ধকালীন পাকিস্তান সেনাবাহিনীর হাতে নিহতদের একটি গণকবর রয়েছে বলে ধারণা হচ্ছে।
গ্রামবাসীর ধারণা, জলাশয়ে সতর্ক উদ্ধারকাজ চালালে মুক্তিযুদ্ধকালীন একটি গণকবর আবিষ্কৃত হতে পারে। গ্রামের মো. শফর আলী (৭৬) জানান, একাত্তরে এই গ্রামে পাকিস্তান সেনাবাহিনীর দুটো ক্যাম্প ছিল। জলাশয়টি ছিল জঙ্গলে ভরা। পাকসেনারা এখানে বহু নারী-পুরুষকে জুলুম করে মেরেছে। গ্রামের সিরাজ আহমদ খাজা (৩৬) জানান, মুক্তিযুদ্ধের পর জলাশয় থেকে বস্তা বস্তা গুলি উদ্ধার করা হয়েছিল। গ্রামের অনেকের মতে এখানে পাকবাহিনীর জুলুমখানা ছিল।
[৩৬২] পার্থ সারথি দাস

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত