৪ এপ্রিল, ১৯৭১ঃ টিক্কা খানের সাথে ১২ নেতার সাক্ষাৎ
ঢাকায় পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি প্রধান নূরুল আমিনের নেতৃত্বে ১২ সদস্য একটি প্রতিনিধি দল পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল ও গভর্নর টিক্কা খানের সাথে পৃথক পৃথক দলে সাক্ষাৎ করে। প্রতিনিধি দলের সদস্য মৌলবী ফরিদ আহমদ, অধ্যাপক গোলাম আজম, খাজা খয়রুদ্দিন, শফিকুল ইসলাম, মওলানা নুরুজ্জামান প্রমুখ। তারা প্রদেশে স্বাভাবিক পুনঃ প্রতিষ্ঠার ব্যাপারে অবস্থা জেনারেল টিক্কাকে পূর্ণ সহযোগিতা দানের আশ্বাস দেয়। তারা জনগনের মন হতে অমুলক ভয় দূর করার জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে নাগরিক কমিটি গঠনের প্রস্তাব দেয়। তারা পূর্ব পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য ভারতের তীব্র নিন্দা জানান ও ভারতের ভিত্তিহীন প্রচারনার সমালোচনা করেন। জেনারেল টিক্কা খান তাকে সহযোগিতা দানের প্রস্তাবের জন্য নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। সভায় আরও উপস্থিত ছিলেন রাও ফরমান আলী, কর্নেল বশীর এবং মেজর সিদ্দিক সালিক।