You dont have javascript enabled! Please enable it! জগন্নাথ কলেজ গণকবর | ঢাকা - সংগ্রামের নোটবুক

জগন্নাথ কলেজ গণকবর, ঢাকা

জগন্নাথ কলেজ প্রাঙ্গণে ছাত্র সংসদ কার্যালয়ের সামনে একটি গণকবরের সন্ধান পাওয়া গিয়েছিল। ১৯৭২ সালের ৮ জানুয়ারি শনিবার কলেজ কর্তৃপক্ষ উক্ত কার্যালয়ের সামনে মানুষের কঙ্কালের সন্ধান পেয়ে কোতোয়ালি পুলিশকে খবর দেন। পুলিশ উক্ত স্থান খনন করে ৭টি কঙ্কালসহ ছেঁড়া কাপড়, জুতা ইত্যাদি উদ্ধার করে। উল্লেখ্য, মুক্তিযুদ্ধ চলাকালীন পুরো নয় মাস জগন্নাথ কলেজ ছিল পাকহানাদার বাহিনীর একটি সুদৃঢ় ক্যাম্প। এই সময় পাকসেনা ও তাদের এদেশীয় সহযোগীরা ঢাকার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে অসংখ্য নিরপরাধ বাঙালিকে এখানে ধরে এনে হত্যা করেছিল।
[৩৪৬] রোজিনা কাদের

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত