জগিশ্বর গণহত্যা, রাজশাহী
১৯৭১ মে মাসে পাক হানাদার বাহিনী জগিশ্বর গ্রামে (রাজশাহী) এসে ফরমান জারি করল শান্তি কমিটি গঠন করা হবে; তাই গ্রামের সবাইকে আসতে হবে। এক এক করে সাতাশ জন গ্রামবাসী তখন হাজির হন। আর কোনো লোককে আসতে না দেখে ঐ সাতাশ জনকে হাত পেছনে রেখে সারিবদ্ধভাবে দাঁড়াতে বলা হলো। এর পরপরই ঝাঁকে ঝাঁকে গুলি এসে পড়ে তাঁদের ওপর। নিথর হয়ে গেল দেহগুলো। সেখানেই শেষ নয়, গ্রামজুড়ে চালানো হলো নির্যাতন ও ধ্বংসযজ্ঞ। এদিন ৫৫ জন মহিলা নির্যাতিত হন পাক হানাদারদের হাতে।
[৩৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত