You dont have javascript enabled! Please enable it!

৪ এপ্রিল ১৯৭১ঃ তেলিয়াপাড়া বৈঠক

এই দিনে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোয় স্বাধীনতা যুদ্ধের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উর্ধ্বতন ২৭ সেনা কর্মকর্তার উপস্থিতিতে এ বৈঠকেই দেশকে স্বাধীন করার শপথ এবং যুদ্ধের রণকৌশল গ্রহণ করা হয়। মুক্তিযুদ্ধের রণাঙ্গণকে ভাগ করা হয় ৪টি সেক্টরে ( ৮/১১ টি নয়)। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানী, ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার সুব্রানিয়াম, বিএসএফ এর ডিআইজি বিসি পান্ডে, আগরতলার জেলা ম্যাজিস্ট্রেট সায়গল, লেঃ কর্ণেল রব অবঃ এমএনএ, লেঃকর্ণেল সালাহ উদ্দিন রেজা, মেজর শফিউল্লাহ, মেজর জিয়াউর রহমান, মেজর খালেদ মোশাররফ, মেজর নূরুজ্জামান, মেজর শাফায়াত জামিল, মেজর মঈনুল হোসেন চৌধুরী, মেজর নূরুল ইসলাম, প্রমূখ।  সভায় এমএজি ওসমানী, সম্মিলিত সেনা বাহিনীর অধিনায়ক মনোনীত হন।  এক নম্বর সেক্টরের দায়িত্ব পেয়েছিলেন মেজর জিয়াউর রহমান । দুই নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন প্রথমে খালেদ মোশাররফ। তিন নম্বর সেক্টর কমান্ডার ছিলেন প্রথমে মেজর শফিউল্লাহ। চার নম্বর সেক্টর কমান্ডার ছিলেন ক্যাপ্টেন আবু ওসমান । এই সেক্টর গুলি শুধু পূর্বাঞ্চল কেন্দ্রিক যেহেতু পশ্চিম এবং উত্তরাঞ্চলের কোন যোগাযোগ প্রতিষ্ঠিত হয়নি সে এলাকাগুলি বিবেচনায় নেয়া হয়নি। ৩নং সেক্টর কমান্ডার মেজর কে.এম শফিউল্লাহ্ তাঁর হেড কোয়ার্টার স্থাপন করেন তেলিয়াপাড়া চা বাগানে।  রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন এমএনএ লতিফুর রহমান চৌধুরী ওরফে মানিক চৌধুরী, স্থানীয় এমপিএ মৌলভি আসাদ আলী।  এমএজি ওসমানী সভা শেষে তার পিস্তলের ফাকা গুলী বর্ষণ করে সশস্র যুদ্ধের উদ্বোধন করেন।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!