চারগ্রাম ও ডিঙ্গেদহ বাজার গণহত্যা, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার দুটি গ্রাম চারগ্রাম ও ডিঙ্গেদহ। ৩ এপ্রিল ১৯৭১ সালে পাকবাহিনী চুয়াডাঙ্গা শহরে বিমান হামলা চালায়। সেখানে প্রায় ১৫০ জন লোকের মৃত্যু হয়। দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, বসতবাড়ি, ব্যাংকসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ধ্বংস হয়। পরবর্তীতে ১৫ এপ্রিল পাকবাহিনী চুয়াডাঙ্গা শহরে প্রবেশ করে। সেখান থেকে গ্রামাঞ্চলে যাবার পথে দুদিকের গ্রামগুলোয় গুলি করতে করতে এগিয়ে যায়। চারগ্রাম নামক স্থানে একসঙ্গে বিশজন নিহত হয়। ডিঙ্গেদহ বাজারে এসে এলোপাতাড়ি গুলি করলে সেখানেও পঁচিশ থেকে ত্রিশজনের মৃত্যু হয়।
[৩৪] দিলরুবা বেগম
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত