You dont have javascript enabled! Please enable it!

চিতোষী খেয়াঘাট ও কাকৈয়া ব্রিজ বধ্যভূমি, চাঁদপুর

চাঁদপুরের চিতোষী খেয়াঘাট আর কাকৈয়া ব্রিজের নাম শুনলে আজও হাজিগঞ্জ ও লাকসাম থানার জনগণ শিউরে ওঠেন। চিতোষী খেয়াঘাট ও কাকৈয়া ব্রিজ দুটি বধ্যভূমির নাম। চিতোষী স্টেশন থেকে খানিকটা হাঁটলেই কাকৈয়া ব্রিজ। এ দুটি বধ্যভূমিতে হাজার হাজার নারী-পুরুষকে হত্যা করা হয়েছে। পার্শ্ববর্তী গ্রামের অধিবাসীরা জানিয়েছেন, প্রতি রাতে অসংখ্য নারী, পুরুষ ও শিশুকে গরুর পালের মতো বেঁধে নিয়ে যাওয়া হতো ঐ দুটি বধ্যভূমিতে। একটানা কিছুক্ষণ গুলির শব্দ, চিৎকার ও কান্না শোনা যেত। তারপর সব নিস্তব্ধ হয়ে যেত। হত্যার পর ডাকাতিয়া নদীতে লাশ ভাসিয়ে দেয়া হতো। দীর্ঘ নয় মাসের একদিনও এখানে হত্যাযজ্ঞ বাদ যায়নি।
[৩৪] ডা. এম.এ. হাসান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!