You dont have javascript enabled! Please enable it! চালনা বন্দর গণহত্যা | খুলনা - সংগ্রামের নোটবুক

চালনা বন্দর গণহত্যা, খুলনা

চালনা বন্দরটি খুলনার একটি প্রসিদ্ধ জায়গা। পাক হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য খুলনা জেলার বিভিন্ন গ্রাম থেকে আগত শরণার্থীরা ভারতের উদ্দেশ্যে যাত্রা করে। নৌকায় করে নদীপথে যাওয়ার সময় শরণার্থীরা চালনা বন্দরে জমায়েত হয়। এই খবর দাকোপ থানা পিস কমিটির সদস্য লালু বেদে জানতে পারে এবং পাক বাহিনীকে খবর দিয়ে চালনা বন্দরে নিয়ে আসে। পরে পাক হানাদাররা শরণার্থীদের মধ্যে থেকে বেছে বেছে দশজন পুরুষকে গুলি করে হত্যা করে ও তাদের মালামাল লুট করে। সেদিন নিহতদের মধে জগদীশ তরফদার, নিমাই চন্দ্র তরফদার, সত্যেন্দ্রনাথ তরফদার, কৃষ্ণপদ তরফদার, মহেন্দ্র তরফদার, প্রিয়নাথ তরফদারের নাম উল্লেখযোগ্য।
[১২৪] মোহাম্মদ সুলতান আহমেদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত