You dont have javascript enabled! Please enable it!

চেরাগী পাহাড় গণহত্যা, চট্টগ্রাম

চট্টগ্রাম শহরেই চেরাগী পাহাড়ের অবস্থান। ১৯৭১-এর ২৮ মার্চ তারিখে ক্যাপ্টেন রফিকুল ইসলামের নেতৃত্বে ইপিআর জওয়ানরা পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। তাদের জন্য ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা খাদ্য পানীয় ও ওষুধ সরবরাহ করে তা বিভিন্ন অবস্থানে পৌঁছে দিতেন। ২৮ মার্চ বিকেল বেলা তৎকালীন ছাত্রলীগ ও স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদের নেতা বশিরুজ্জামান চৌধুরী, দীপক বড়ুয়া, জাফর আহমদ ও মাহবুবুল আলম চৌধুরী চট্টগ্রাম শহরের কেন্দ্রস্থলে চেরাগী পাহাড়ের মোড়ে পাকিস্তানি সৈন্যদের কাপুরুষোচিত চোরাগোপ্তা হামলায় লাশ হন। তাদের গাড়ি চেরাগী পাহাড় অতিক্রম করার সময় পার্শ্ববর্তী ডিসি হিল থেকে পাহাড়ের ঘন ঝোপ-ঝাড়ের আড়ালে ওঁৎ পেতে থাকা পাকিস্তানি নৌবাহিনীর কমান্ডোরা এই হামলা চালায়।
[৫৯০] মোহাম্মদ সুলতান আহমেদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!