চকগয়েশপুর গণকবর, গাইবান্ধা
গাইবান্ধার বল্লমজার ইউনিয়নের চক গয়েশপুর শহীদের কবর। নান্দিনার যুদ্ধে পরাজিত হয়ে পালানোর সময় তিনজন মুক্তিযোদ্ধা এই গ্রামে রাজাকার কর্তৃক আক্রান্ত হয়ে দুজন শহীদ হন। রাতে গ্রামবাসী গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের পূর্ব পাশে মাঠের মধ্যে গ্রাম্য গোরস্তানে দুজনকে পাশাপাশি কবর দেন। শহীদদের নাম ও ঠিকানা অজ্ঞাত। তাছাড়া এখানে আরো অনেক শহীদের কবর রয়েছে।
[৫৮০] মো. মাহবুবর রহমান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত