You dont have javascript enabled! Please enable it! চকচন্দ্রপুর, খিরনাল গ্রাম গণহত্যা ও গণকবর | ব্রাহ্মণবাড়িয়া - সংগ্রামের নোটবুক

চকচন্দ্রপুর, খিরনাল গ্রাম গণহত্যা ও গণকবর, ব্রাহ্মণবাড়িয়া

কসবা আখাউড়া উপজেলার চকচন্দ্রপুরে পাকিস্তানি সৈন্যদের হাতে বিপুলসংখ্যক সাধারণ মানুষ শাহাদাৎ বরণ করেন। এখানে একটি বড় গণকবর রয়েছে। ভারতীয় সীমান্তের কাছাকাছি খিরনাল গ্রামে বেশ কয়েকজন শহীদের গণকবর রয়েছে। এছাড়া নতুয়াছুড়া, চানমুড়া গ্রামে পাক হানাদারদের হাতে শাহাদাৎ বরণকারী অজ্ঞাত সংখ্যক শহীদের গণকবর রয়েছে। লক্ষ্মীপুর গ্রামের কাসেম ফকির এসব শহীদকে দাফন-কাফন ও কবরস্থ করার কাজে সার্বিক ব্যবস্থা গ্রহণ করেন।
[৫৪৯] শাহজাহান আলম সাজু

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত