চট্টগ্রাম সেনানিবাস গণকবর ও বধ্যভূমি, চট্টগ্রাম
চট্টগ্রাম সেনানিবাসের অভ্যন্তরে বেশ কিছু গণকবর ও বধ্যভূমি রয়েছে। ২৫ মার্চ রাতে ২০ বেলুচ রেজিমেন্টের সৈন্যরা চট্টগ্রাম সেনানিবাসের ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে প্রশিক্ষণার্থী প্রায় ২৫০০ নিরস্ত্র বাঙালি সৈনিকদের ওপর হামলা চালায়। বিক্ষিপ্তভাবে কিছু প্রতিরোধ গড়ে উঠলেও পাকিস্তানিদের ব্যাপক আক্রমণের মুখে সেদিন তাঁরা টিকতে পারেনি। তাঁদের অধিকাংশকেই সেদিন নির্দয়ভাবে হত্যা করা হয়। এছাড়া সেনানিবাসের আশপাশের বিভিন্ন জায়গা থেকেও অসংখ্য মানুষকে ধরে এনে এখানে হত্যা করে মাটিচাপা দেয়া হয়। এসব গণকবরে কত সংখ্যক শহীদ শায়িত আছেন তা আজও জানা যায়নি।
[৩৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত