You dont have javascript enabled! Please enable it! চাটমোহর গণহত্যা | পাবনা - সংগ্রামের নোটবুক

চাটমোহর গণহত্যা, পাবনা

এপ্রিলের শেষে পাকসেনারা পাবনা জেলার চাটমোহর থানায় প্রথম হামলা চালায়। তাদের সঙ্গে ছিল বেশকিছু অবাঙালি। হামলার সময় তাদের প্রধান লক্ষ্য ছিল চাটমোহরের হিন্দু পরিবার ও তাদের বাড়ি-ঘর কারণ এ থানা প্রধানত হিন্দু অধ্যুষিত এলাকা হিসেবে তখন পরিচিত ছিল। পাক বর্বররা চাটমোহরে উপস্থিত হয়েই কাফের নিধনের ধুয়ো তুলে নির্বিচারে হত্যা করল বহু হিন্দু পরিবারের সদস্যকে। পরে তারা এ সম্প্রদায়ের বাড়িগুলোতে চালায় ব্যাপক লুটপাট। এ কাজে পাকসেনাদের দোসর হিসেবে কাজ করে অবাঙালিরা এবং এলাকার স্বার্থপর লুটেরা বাহিনী। চাটমোহর থানার ত্রাস সৃষ্টিকারী গুণ্ডা আকবর আলী এ সময় লুটপাটে অগ্রণী ভূমিকা পালন করে বলে জানা গেছে। লুটপাটের পর তারা একের পর এক জ্বালিয়ে দিয়েছিল হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর। এই হামলায় পাক পশুদের বর্বরতার শিকার হন ক্ষিতিশ কুণ্ডু ও যতীন বাবুসহ বহু ব্যক্তি।
[১৭] আবুল কালাম আজাদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত