গোয়ালখালী গ্রাম বধ্যভূমি, খুলনা
খালিশপুরের একটি গ্রাম গোয়ালখালী। এখানে অবস্থিত বিডিআর সাব-সেক্টর হেড কোয়ার্টার ও নেভি কলোনির উত্তর পাশে একটি বধ্যভূমি আবিষ্কৃত হয়েছে। গোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ওয়াদুদ চেয়ারম্যানের বাগানে রাজাকার ক্যাম্প এবং সরকারি অন্ধ, মূক ও বধির বিদ্যালয়ে পাকসেনাদের ক্যাম্প প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ এলাকার নিরীহ জনসাধারণের ওপর তারা অত্যাচার-নির্যাতন শুরু করে। প্রতিদিন এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন ধরে এনে উক্ত বধ্যভূমিতে হত্যা করে একটি ডোবায় ফেলে দেয়া হতো। স্বাধীনতার পর এখানে অনেক নরকঙ্কাল, হাড় ও মাথার খুলি পাওয়া যায়।
[৯২] মোল্লা আমীর হোসেন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত