গোয়াল গ্রাম বধ্যভূমি, কুষ্টিয়া
১৯৭১ সালের ৬ সেপ্টেম্বরের ভোর। তখনো আঁধার কাটেনি। কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রামের পাশের গ্রাম মেহেরপুরের গাংনীর রামনগর। ভোরে রামনগরে হানাদার বহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের এক দফা যুদ্ধ হয়। যুদ্ধ শেষে ফজরের আজানের আগে মুক্তিযোদ্ধারা গোয়ালগ্রামের আজাহার আলী ফরাজীর বাড়িতে আশ্রয় নেন। স্থানীয় রাজাকারদের কাছে খবর পেয়ে হানাদার বাহিনীর একটি দল ওই বাড়িতে আক্রমণ করে। এ সময় মুক্তিযোদ্ধারা প্রতিরোধের চেষ্টা করেন এবং একপর্যায়ে পিছু হটেন। এই সুযোগে হানাদারেরা ওই বাড়িতে ঢুকে গৃহকর্তার ছেলে মুক্তিযোদ্ধা তোফায়েল ফরাজী, তাঁর স্ত্রী নিয়াজ বেগম ও তাঁদের দুই শিশুকন্যা- মালতি ও সহিদা, তোফায়েল ফরাজীর শাশুড়ি মোমেজান, মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, ওয়াজেদ আলীসহ ১৭ জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করে।
[৩৬৯] সংকলন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত