You dont have javascript enabled! Please enable it!

গোলাহাট বধ্যভূমি, সৈয়দপুর

সৈয়দপুর রেল স্টেশনের অদূরে অবস্থিত গোলাহাট নামক স্থানটি ‘৭১-এর অন্যতম প্রধান একটি বধ্যভূমি। ১৩ জুন এখানে সংঘটিত হয় বীভৎসতম গণহত্যা। ঐ দিন সৈয়দপুর বসবাসরত মাড়োয়ারী সম্প্রদায়ের প্রায় ৪৫০ জন নরনারী ও শিশুকে ভারতে পৌঁছে দেয়ার নাম করে পাকিস্তানি আর্মি ও তাদের সহযোগী স্থানীয় বিহারিরা সৈয়দপুর স্টেশনে জড়ো করে। পরে ট্রেনে করে তাঁদেরকে স্টেশনের দু মাইল উত্তরে গোলাহাটের কাছে নিয়ে যায়। এরপর সেখানকার কালভার্টের ওপর ট্রেনটি থামিয়ে মেশিনগান ও তলোয়ারের সাহায্যে তাঁদের নির্মমভাবে হত্যা করে।
[৩৪] ডা. এম.এ. হাসান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!