গৌরীপুর গণহত্যা ও গণকবর, ময়মনসিংহ
১৯৭১ সনে মুক্তিযুদ্ধ চলাকালে গৌরীপুরে (ময়মনসিংহে) প্রথম শহীদ হন প্রাথমিক বিদ্যালয়ের বৃদ্ধ শিক্ষক ব্রজেন্দ্র বিশ্বাস। ২৩ মে হানাদার বাহিনী যখন গৌরীপুরে প্রবেশ করে তখন ব্রজেন্দ্র বিশ্বাস তাদের সামনে পড়ে যান। কালীপুর মোড়ে হানাদারবাহিনী তাঁকে গুলি করে হত্যা করে।
এছাড়া ময়মনসিংহ সদরের ডাকবাংলো, কেওয়াটখালী ও নিউমার্কেটে এবং ভালুকা থানার মল্লিক বাড়িতে গণকবর রয়েছে।
[৩৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত