গাড়াদহ বধ্যভুমি, সিরাজগঞ্জ
১৯৭১-এর মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার পাক বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার আলবদর বাহিনীর চরম নৃশংসতার চিহ্নবাহী আরও গণকবর আবিষ্কৃত হয়েছে গাড়াদহ বধ্যভুমি। এটি আবিষ্কৃত হয়েছে জেলার শাহজাদপুর থানার গাড়াদহ ইউনিয়নের গাড়াদহ গ্রামের গাড়াদহ উচ্চবিদ্যালইয়ের পশ্চিম পাশের একটি জায়গায়। শাহজাদপুর থানা সদর থেকে ৮ কিলোমিটার দূরে গাড়াদহ গ্রামের জায়গাটির মালিক আজিম প্রামাণিকের পরিত্যাক্ত বাড়ির মাটি বিক্রি করে দিলে মাটি কাটার সময় ১ ফুট নিচ থেকে বেরিয়ে আসে মানুষের মানুষের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ, হাড় ও মাথার খুলি। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে গুঞ্জন শুরু হলে শত শত মানুষ ওই জায়গায় এসে হাজির হয়। হিন্দু বসতি পুর্ণ এই জায়গাটিতে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী ও তার দোসররা কয়েকবার অগ্নিসংযোগ ও গণহত্যা চালিয়েছিল। মুক্তিযোদ্ধাদের সাথে বেশ কয়েকবার সম্মুখযুদ্ধ এখানে সংগঠিত হয়েছিল বলে জানা যায়। এলাকার কোন গোরস্থান বা কবর ছিল না।এলাকার তিন চার জনের ভাষ্য, এই গ্রামে পাকবাহিনীর সদস্যরা অনেক মুক্তিযোদ্ধাকে চোখ বেঁধে ধরে নিয়ে আসে। তাদেরই হত্যা করে ঐ জায়গায় মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল।
[৪৪৮] সংকলন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত