গড়ানসাটিয়া চড়া গণহত্যা, টাঙ্গাইল
টাঙ্গাইল জেলার মুক্তিযুদ্ধ প্রথম প্রতিরোধের জন্য মির্জাপুর থানার পাকুল্যার নিকটবর্তী গোড়ানসাটিয়া চড়া বিখ্যাত হয়ে আছে। ’৭১ এর ৩ এপ্রিল ঢাকা থেকে টাঙ্গাইল আসার পথে পাকিস্তানি হানাদাররা এখানেই প্রথম বাঁধা পায়। এটাই মুক্তিযোদ্ধাদের প্রথম প্রতিরোধ। দু’পরে মধ্যে এখানে তুমুল যুদ্ধ হয়। এই যুদ্ধে প্রচুর হতাহত হয়। পাকবাহিনী মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ ভেঙ্গে দেয়। পাকবাহিনীর হাতে মুক্তিযোদ্ধা ইপিআর হাবিলদার আব্দুল খালেক ও ২৩/২৪ জন ইপিআরসহ ৩০ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। কিন্তু পাকবাহিনী পরবর্তীতে গ্রামে প্রবেশ করে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ নির্বিশেষে ৩শ’ গ্রামবাসীকে হত্যা এবং ২শ’ জনকে আহত করে।
[১৪] ডা. এম. এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত