খারদার হত্যাকান্ড, বাগেরহাট
সদার আব্দুল জলিলের বাড়িতে একজন আগন্তুকের আগমন ঘটছে শুনতে পেয়েই রাজাকার বাহিনী১ লা সেপ্টম্বর বুধবার ১৫ ভাদ্র ১৩৭৮ তারিখে রাতের বেলা সরদার জলিলের বাড়িতে হামলা চালায়। আগন্তুক ছিলেন ঐ পরিবারেরই একজন আত্মিয় মোরেলগঞ্জ নিবাসী আব্দুল মোত্তালিব হালদার। তখন তিনি মোরেলগঞ্জ থানা আওয়ামী লীগের অন্যতম সভাপতি ছিলেন পরিচয় পাওয়া মাত্র রাজাকার বাহিনী তাঁকে গুলি করে হত্যা করে। সরদার আব্দুল জলিলকে না পেয়ে তাঁর দুই কিশোর পুত্র দেলোয়ার হোসেন আলতাফ হোসেনকে নিষ্ঠুরভাবে হত্যা করে এ দৃশ্য দেখে সরদার জলিলের মাতা এবং ঐ কিশোরদের দাদি মারাত্বকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকদিনের মধ্যেই মারা যান।
[১২৪] স্বরোচিষ সরকার
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত