খোলপাড়া গ্রাম গণহত্যা, ব্রাহ্মণবাড়িয়া
১৪ এপ্রিল পাকিস্থানি সৈন্যরা লালপুর দখল করে ব্যাপক হত্যার পর লালপুর ব্রাহ্মাণবাড়িয়া সড়ক দিয়ে লালপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে মার্চ করে। পথিমধ্যে তারা খোলাপারা গ্রামে তারা গন হত্যা চালায়। এখানে তারা জনুফকির (৪০) চামুমিয়া (৪০), আবুল মিয়া (পিতা- আলীচান) ও মাহমুদ হোসেনের ভাইকে গুলি করে হত্যা করে। এসময় পাকবাহিনী রাস্তার দুই পাশের অনেক বাড়ি ঘর জ্বালিয়ে দেয়।
[৫০৬] শাহজাহান আলম সাজু
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত