You dont have javascript enabled! Please enable it!

গঙ্গানগর গণহত্যা, ব্রাহ্মনবাড়িয়া

গঙ্গানগরে পাকহানাদার বাহিনীর গুলিতে ৫ জন শাহাদাৎ বরণ করেন। নবীননগর উপজেলার অধীনস্ত গঙ্গানগরে উক্ত ৫ জনের গণকবর রয়েছে। উল্লিখিত গণহত্যার ঘটনাসমুহ ছাড়াও একাত্তুরের মুক্তিযুদ্ধে পাকহানাদার বাহিনী ও তাদের দোসরদের কর্তৃক অনেক নির্মম হত্যাকান্ডের ঘটনা সংগঠিত হয়েছে এবং তাদের দোসরদের কর্তৃক অনেক নির্মম হত্যাকান্ডের ঘটনা সংগঠিত হয়েছে এবং অনেকস্থানে নাম না জানা অনেক মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের গণকবর রয়েছে। এর মধ্যে শ্রীরামপুর গণকবর, গোপালপুর ও খাজানগর গণকবর, বাঘাউড়া গণকবর, নবীনগর থানা কম্পাউন্ডের ভেতর গণকবর নবীনগর পাইলট উচ্চবিদ্যালইয়ের মাঠে গণকবর , আলীয়াবাদ মসজিদের সম্মখে গণকবরের কথা বিশেষভাবে উল্লেখ্য । উপরে উল্লিখিত স্থান সমূহে পাকহানাদাররা নির্মমঅবাভে হত্যাযজ্ঞ চালিয়ে অসংখ্য মানুষকে মাটিচাপা দেয়।
[১১৯] শাহাজাহান আলম সাজু

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!