You dont have javascript enabled! Please enable it! 1971.05 | মৌলভীবাজার গণহত্যা - সংগ্রামের নোটবুক

গণহত্যা, মৌলভীবাজার

মে মাসের শেষ সপ্তাহ থেকে গোটা জুনের মধ্যে এখানে ৩ বার গণহত্যা সংঘটিত হয়। কত লোক মারা যায় তার সঠিক হিসাব কারো জানা নেই। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাটের মসজিদ সংলগ্ন মাঠে লাশের স্তূপ পড়ে থাকতে দেখা যায় এবং ৮-১০ দিন ধরে লাশ গুলো শিয়াল-কুকুর টানাটানি করে। গ্রামবাসীদের মধ্যে যারা ছিল অকুতোভয় দুর্জয় সাহসী তারাই প্রথম গণহত্যার শেষ গোধূলিবেলায় নিজেদের ২১ টি লাশ শনাক্ত করে নিতে সমর্থ হয়। পরবর্তী সময়ে এখানে বসে হানাদার বাহিনীর স্থানীয় ক্যাম্প। সে সময়েও বহু লোককে হত্যা করা হয়। মুক্তিফৌজ ভ্রমে অনেক পথচারী মানুষের প্রাণ বিনাশ ঘটে এবং বিভিন্ন গ্রামের সন্দেহভাজন লোককে ধরে এনে রাতের আঁধারে হত্যা করা হয়।
[১২] গোপাল দত্ত

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত