You dont have javascript enabled! Please enable it!

গয়ঘর গণহত্যা, সিলেট

থানাবাজার বাস স্টেশনের দক্ষিণের মাঠে কাজ করছেন কজন কৃষক। তাঁদের মধ্যে ছিলেন গয়ঘর গ্রামের আব্দুল মান্নান ও আবদুস সাত্তার নামে দুই ভাই। সাথে তাঁদের দোকান কর্মচারী সেলিম। পাশের জমিতে কাজ করছিলেন রায়পুরের আহমদ। পাকিস্থানি হায়নার দল সবাইকে ধরে নিয়ে যায় নিজ নিজ ক্ষেতের জমি থেকে। কনকপুর মসজিদের পাশে একই সারিতে দাঁড় করিয়ে পাকবাহিনী গুলি করে সবাইকে। সাথে সাথে মৃত্যুকে আলিঙ্গিন করেন মাসুক আহমেদ, আবদুল মান্নান ও আবদুস সাত্তার। তবে বুকে গুলিবিদ্ধ হয়েও এঁদের মধ্যে অলৌকিকভাবে বেঁচে যান সেলিম। গয়ঘর গ্রামের অধীকাংশ এলাকা পুড়িয়ে ছাইভস্মে পরিণত করে পাক হানাদার দল। পুড়িয়ে দেয় তারা চটগাঁওইয়ের আবদুল খালিক ও হোসেন আহমদের বাড়ি।
[৪৬] তাজুল মোহাম্মদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!