৩ এপ্রিল ১৯৭১ঃ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বাগাফায় স্থানান্তর
ভারতের ত্রিপুরা রাজ্যের রামগড়ের কাছাকাছি বাগাফায় বিএসএফ ৯১ ব্যাটেলিয়ন সংলগ্ন জঙ্গলে একটি শর্টওয়েভ ট্রান্সমিটারের সাহায্যে এর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র দ্বিতীয় পর্বের কাজ শুরু করে। নতুন পর্যায়ে বেতার কেন্দ্রটির সংগঠনে মূল উদ্যোক্তা ছিলেন রেডিও পাকিস্তানের স্ক্রিপ্ট লেখক ও গায়ক বেলাল মোহাম্মদ। তাঁর অন্য সহযোগীরা ছিলেন আবদুল্লাহ-আল-ফারুক, আবুল কাশেম সন্দ্বীপ, কাজী হাবিবউদ্দিন আহমেদ মনি, আমিনুর রহমান, রশিদুল হোসাইন, এ.এম শরফুজ্জামান, রেজাউল করিম চৌধুরী, সৈয়দ আবদুস শাকের, মুস্তফা মনোয়ার প্রমুখ। কালুরঘাট থেকে নেওয়া ট্রান্সমিটারটির কোন যান্ত্রিক গাইড বই ছিল না। দলের একমাত্র ইঞ্জিনিয়ার সদস্য আবদুস শাকের এটিকে কার্যক্ষম করে তোলেন। এই পর্বের দৈনন্দিন কর্মসূচির মধ্যে ছিল সকাল ৮.৩০ মিনিট থেকে ৯টা পর্যন্ত এবং বিকাল ৫টা থেকে ৭টা পর্যন্ত অনুষ্ঠান সম্প্রচার করা। কেন্দ্রটি উদ্বোধন করা হয় পার্বত্য চট্টগ্রামের পুলিশ সুপারের ৩ মেয়ে দেশাত্মবোধক গান গেয়ে। উপস্থিত ছিলেন মেজর জিয়া, পার্বত্য চট্টগ্রামের জেলা প্রশাসক হাসান তৌফিক ইমাম। রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন আতাউর রহমান কায়সার এমএনএ।