কোদালকাঠি গণকবর, কুড়িগ্রাম
রৌমারী থানা কুড়িগ্রাম সদর থেকে ৭-৮ মাইল দূরে কোদালকাঠিতে রয়েছে ২শ’ থেকে ৩শ’ মুক্তিযোদ্ধার একটি গণকবর। কোদালকাঠিতে সংঘঠিত এক ভয়াবহ যুদ্ধে এঁরা শহীদ হন। এ ছাড়া ফুলবাড়ি ও ভূরুঙ্গামারী থানায় আরও কয়েকটি গণকবর রয়েছে।
[৩৪] ডা. এম. এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত