You dont have javascript enabled! Please enable it!

কোম্পানীগঞ্জ গণহত্যা, নোয়াখালী

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানায় পাকিস্তান আর্মি প্রবেশ করে মে-র মাঝামাঝি সময়ে। ফেনীর দাগনভূইয়া দিয়ে তারা সরাসরি কোম্পানীগঞ্জ পুলিশ স্টেশনে তাঁদের ক্যাম্প গড়ে তোলে। পুলিশ ফাঁড়ির নিকটে অবস্থিত মাসুয়াদোনা খাল হয়ে ওঠে নোয়াখালীর অন্যতম জল্লাদখানা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এখানে আনুমানিক তিরিশ-চল্লিশজন নারী-পুরুষকে হত্যা করা হয়েছে। প্রথমে কোম্পানীগঞ্জে রাজাকার ও শান্তি কমিটির সদস্য, যারা পাকিস্তান আর্মিদের দোসর হয়ে কাজ করত তারা নিরীহ মুক্তিকামী নারী-পুরুষকে থানায় নিয়ে আসত। পরে মাসুয়াদোনা খালের পাড়ে নিয়ে তাঁদের গুলি করে হত্যা হয়েছে। খালের পানি রক্তাক্ত হয়েছে।
[৪৪] জোবাইদা নাসরীন

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!