You dont have javascript enabled! Please enable it! ক্যাডেট কলেজ নির্যাতন কেন্দ্র ও বধ্যভূমি | সিলেট - সংগ্রামের নোটবুক

ক্যাডেট কলেজ নির্যাতন কেন্দ্র ও বধ্যভূমি, সিলেট

সিলেট জেলার সদরে সালুটিকর বিমানবন্দরের কাছে সাবেক মডেল স্কুলটিই বর্তমানে ক্যাডেট কলেজ মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকবাহিনীর ২০২ পদাতিক ব্রিগেডের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয় স্কুলটি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন দীর্ঘ ৯ মাসই পাক হানাদার বাহিনী ও তাঁদের সহযোগীরা স্কুলটিকে বন্দিশিবির, নির্যাতন কেন্দ্র ও বধ্যভূমিতে পরিণত করে রাখে। স্বাধীনতার পরে স্কুল প্রাঙ্গণ থেকে প্রাপ্ত নরকঙ্কাল থেকে বোঝা যায় নরপশুরা নারী, পুরুষ, শিশু কাউকেই এক তিন ছাড় দেয়নি। পাক হানাদার ও তাঁদের সহযোগীরা সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে রাজনীতিবিদ, বিভিন্ন পেশাজীবী, সরকারি কর্মকর্তা, কর্মচারী, সাধারণ নারী, পুরুষ, শিশু-কন্যাসহ সর্বস্তরের বাঙালিদের বন্দি করে অমানুষিক নির্যাতন করত পরে গুলি করে হত্যা করত। এখানেই শেষ নয় বন্দিশিবিরে বিভিন্ন অঞ্চল থেকে আটক নারীদের ওপর চালাত পাশবিক নির্যাতন। কোনো কোও বন্দি নারীকে আত্মসমর্পনের আগেও হত্যা করত। মহান স্বাধীনতার পরে শহীদদের নরকঙ্কাল স্কুল প্রাঙ্গণ, আশপাশের বনে জঙ্গলেও পাওয়া যায় এবং স্কুলকক্ষে পরিচয়বিহীন সৈন্য ও নারীদের লাশ পাওয়া যায়।
[৫৫] গুলনাহার তুহীন

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত