You dont have javascript enabled! Please enable it! কোলা গণহত্যা ও গনকবর | মেহেরপুর - সংগ্রামের নোটবুক

কোলা গণহত্যা ও গনকবর, মেহেরপুর

মেহেরপুর পাকসেনারা মহাজনপুরের ৪ জন মুজাহিদকে ধরে এনে কোলা গ্রামের কাদের মেম্বারের বাড়ির কাছে বটতলায় গুলি করে হত্যা করে। কোলা গ্রামের হাফিজউদ্দীন এবং ইসার উদ্দীন নামের আরো দুজনকে একই সময়ে হত্যা করা হয়। প্রথম দিন ৬ জন শহীদের মৃতদেহই বেওয়ারিশ পড়ে থাকে। পরিন গ্রামের মানুষ উদ্যোগী হয়ে একটি মাত্র গর্ত খুঁড়ে তাঁদের সমাহিত করে।
[১০৩] রফিকুর রশীদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত