ক্যাসেল সেতু বধ্যভূমি, ঝিনাইদহ
ক্যাসেল সেতুর পাশেই রয়েছে অসংখ্য নিরপরাধ বাঙালির কঙ্কাল। এই বধ্যভূমিতে কত মানুষকে যে পুঁতে রাখা হয়, তাঁর সঠিক সংখ্যা আজও আজো জানা সম্ভব হয়নি। জনশ্রুতি রয়েছে, পাকসেনা ও তাঁদের দোসররা বাঙালির লাশ দিয়ে প্রথম দিকে এই সেতু তৈরি করেছিল। বাঙালির লাশে নির্মিত এ সেতু দিয়েই পাকিস্তানিরা সদর্পে যাতায়াত করত।
[৩৪] ডা. এম. এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত