You dont have javascript enabled! Please enable it!

খাগয়ালা বধ্যভূমি, মৌলভীবাজার

মৌলভীবাজার ছোটলেখা চা বাগান বড়লেখা। বড়লেখা, থানা সদর থেকে আনুমানিক ৯-১০ কিলোমিটার দূরে এ বাগানে প্সহুদের নারকীয় চিহ্ন বিদ্যমান। এ বাগানে প্রবেশের আগেই খাগয়ালা নামক স্থানে গণহত্যা চালায় পাক হানাদাররা। অন্যান্য বধ্যভুমিত মতো এটি অনাবিষ্কৃত অবস্থায় পড়ে রয়েছে। মে মাসের প্রথমভাগ হবে। খানসেনারা তাঁদের রাজাকার গৌছ সর্দার ও মিছির আলীর নেতৃত্বে পাচজনকে গ্রেফতার করে। এ পাচজনকে খাওয়ালা বধ্যভূমিতে হত্যা করে। পাঁচজন হতভাগ্য হচ্ছেন – আওয়ামী লীগ কর্মী ঘোলষা গ্রামের সুরেন্দ্র চন্দ্র দাসের পুত্র হিরেন্স্র চন্দ্র দাস, ধনরাম দাসের পুত্র কুটিন্দ্র মোহন দাস, আনাইরাম দাসের পুত্র বারীন্দ্র মোহন দাস, মহেন্দ্রকুমার দাসের পুত্র মণীন্দ্র কুমার দাস। এছাড়া পরিচয় উদ্ধার হয়নি এমন এক ব্যক্তি ছিলেন এ দলে। ভারতে যাওয়ার পথে এঁরা ধরা পোড়েন। ‘খাগয়ালা’ বধ্যভূমিতে এ পাচজনকে এক সাথে হত্যা করে খাসেনারা। এ বধ্যভূমিতে আরো বাঙালি বধ হয়েছে বলে অনেকে মনে করেন।
[১২] গোপাল দত্ত

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!