You dont have javascript enabled! Please enable it! 1971.04.03 | তেলিয়াপাড়ায় খালেদ মোশাররফ - সংগ্রামের নোটবুক

৩ এপ্রিল ১৯৭১ঃ তেলিয়াপাড়ায় খালেদ মোশাররফ

কুমিল্লার কান্দির পাড়ে পাকবাহিনী কতক বাঙ্গালী সন্দেহভাজন আটক করে তাদের লাইনে দাড় করিয়ে ধর্ম পরীক্ষা নেয়। এই লাইনে আগরতলা থেকে আগত দুই সাংবাদিক ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মনিরুল হক চৌধুরীও ছিলেন। সাংবাদিক একজন ধর্ম পরীক্ষায় উত্তীর্ণ হলেও তাকে সন্দেহভাজন হিসাবে অন্যান্যদের সাথে গুলি করে হত্যা করা হয়। মনিরুল উচ্চস্বরে কলেমা পড়ে পার পেয়ে যান।  খালেদ মোশাররফ এদিন তেলিয়াপাড়ায় আগরতলার বাংলা পত্রিকা সংবাদের ভারতীয় সাংবাদিক ভুপেন দত্ত ভৌমিক এবং ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়ার কে চাডডার এর কাছে সাক্ষাৎকার প্রদান করেন। মেজর জামিল এসময় তার সাথে ছিলেন। খালেদ মোশাররফ বলেন খুব শীঘ্রই বাংলাদেশে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা হবে।