কুড়িগ্রাম সার্কটি হাউস বধ্যভূমি, কুড়িগ্রাম
৭ এপ্রিল পাকসেনারা কুড়িগ্রাম শহরে প্রবেশ করে ব্যাপক গনহত্যা চালায়। ঐ দিন বর্তমান সার্কটি হাউসের সামনে নির্বিচারে গুলি চালালে পাঁচজন কারারক্ষী ঘটনাস্থলেই শহীদ হন। হত্যাযজ্ঞ চালিয়ে তারা সেদিনের মতো চলে গেল পুনরায় ১৪ এপ্রিল কুড়িগ্রাম শহরে প্রবেশ করে স্থায়ীভাবে ঘাঁটি গেড়ে বসে। তারা সার্কটি হাউসকে হত্যা ও নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহার করে। মহিবর মুহুরি ও লালু মন্ডলসহ আরও অনেককে এখানে ধরে এন নির্যাতন করা হয়। এ ছাড়া পলাশবাড়ি থেকে ১৪-১৫ জনকে ধরে এনে নির্যাতন শেষে হত্যা করা হয়। কুড়িগ্রাম ফুড অফিস ও জজকোর্টের সামনের পুকুর পাড় খনন করলে এখনো শহীদদের কঙ্কালের সন্ধান পাওয়া যেতে পারে বলে স্থানীয়রা জানান।
[৩৪] ডা. এম. এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত