You dont have javascript enabled! Please enable it! 1971.05.07 | কুলাউড়া গ্রাম গণহত্যা | মৌলভীবাজার - সংগ্রামের নোটবুক

কুলাউড়া গ্রাম গণহত্যা, মৌলভীবাজার

মোউলভীবাজারের কুলাউড়া উপজেলা সদর থেকে জুরির দিকে এক মাইল দূরেই কুলাউড়া গ্রাম। পাকিস্তানি হানাদার বাহিনী ৭ মে কুলাউড়ার পরপরই চলে যায় বিছরাকান্দি। আগুন দিয়ে পুড়িয়ে দেয় আনফর আলীর বাড়ি। আনফর আলীর এক চাচাত ভাই ছালিম উল্লা। বাড়ি ছেড়ে তখন পলাতক হাওরের দিকে। কিন্তু তারপরও প্রাণ রক্ষা করতে পারেননি তিনি। সেখানে দূর থেকে গুলি করে হত্যা করে তাকে পাক পশুরা। সেদিন আওয়ামী লীগ নেতা আনফর আল কোনো রকমে পালিয়ে প্রাণ রক্ষা করতে সমর্থ হন। বাড়িতে শফিক মিয়াসহ আনফর আলীর দুই কাজের লোককে শারীরিক নির্যাতন করা হয়। আনফর আলীর ভাই আরশদ আলীকে পাকবাহিনী হত্যা গুলির পর গুলি চালিয়ে।
[৪৬] তাজুল মোহাম্মদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত