You dont have javascript enabled! Please enable it!

কুষ্টিয়া পুলিশ লাইন নির্যাতন কেন্দ্র কুষ্টিয়া

কুষ্টিয়া পুলিশ লাইন ছিল পাকসেনাদের ঘাটি। বিহারি ও রাজাকারদের সহায়তায় সন্দেহভাজন বাঙ্গালিদের এখানে ধরে আনা হতো। চলত অকথ্য নির্যাতন। উপরে পা ঝুলিয়ে প্রহার করা হতো, হাত-পায়ের আঙুলে ধুকিয়ে দেয়া হতো আলপিন। যাদের হত্যা করার সিদ্ধান্ত নেয়া হতো, তাদের হস্তান্তর করা হতো রাজাকার ও বিহারিদের কাছে। হতভাগ্য এই মানুষগুলোকে নিয়ে যাওয়া হতো পার্শ্ববর্তী রেল লাইনের নির্জন স্থানে। তারপর গুলি চালিয়ে কিংবা জবাই করে হত্যা করা হতো এদের। পুলিশ লাইনের বন্দিদশা থেকে ধরে নিয়ে হত্যা করা হয় অধ্যাপক দূর্গাদাস সাহাকে। রক্সি সিনেমা হল ছিল বিহারি ও রাজাকারদের প্রধান আস্থানা। জানা যায়, শহরের হত্যা তালিকা এখানে বসেই প্রণয়ন ও কার্যকর করার সিদ্ধান্ত নেয়া হতো।
[৩৪] ডা. এম. এ. হাসান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত