You dont have javascript enabled! Please enable it!

কৃষ্ণনগর গণহত্যা ও বধ্যভূমি, হবিগঞ্জ

লাখাই উপজেলার কৃষননগর বধ্যভূমিতে হত্যা করা হয় কালিদাস রায়, যোগেন্দ্র সূত্রধর,রাধিকা মোহন রায়, অনিল মাঝি, চন্দ্র কুমার রায়, জয়কুমার রায়, শান্তি রায়, কিশোর রায়, ননী চক্রবর্তী, সুনিল চক্রবর্তী, ব্রজেন্দ্র রায়, জগদীশদাস, ঈশান দাস, ধীরেন্দ্র রায়, হরীচরন রায়, দাশু শুক্ল বৈদ্য, হরিদাস রায়, জগদীশদাস, শিব রঞ্জন রায়, বামা চরণ রায়, ডা অবিনাশ রায়, শৈলেন রায়, ক্ষিতিশ গোপ, নীতিশ গোপ, হীরা লাল গোপ, প্যারিদাস, সুভাষ সূত্রধর, প্রমোদ দাস, সুদর্শ্ন দাস, গোপাল রায়, দীগেন্দ্র আচার্য, রেবতি রায়, শুকদেব দাস, দীনেশ বিশ্বাস, মনরঞ্জন বিশ্বাস, রসরাজ দাস, জয় গোবিন্দ দাস, বিশ্বনাথ দাস, মহাদেব দাস, মহেশ্বর দাস প্রমুখ।
[৬৩] মাহফুজুর রহমান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত