You dont have javascript enabled! Please enable it! কেতনারকোলা গণকবর | বরিশাল - সংগ্রামের নোটবুক

কেতনারকোলা গণকবর, বরিশাল

বরিশাল জেলার আগৈলঝাড়া থানার রাজিহার গ্রামের কেতনারকোলায় পাঁচটি গর্তে যথাক্রমে ৮৫, ৬০, ৪৬, ৪০ ও ৩০টি লাশ পুতে রাখা হয় বলে প্রত্যক্ষদর্শী বিমল পাত্র ও অন্যরা জানান, বীরেন্দ্রনাথ ঢালীর ভিটায় ৪টি ও অনীল ব্যাপারীর বাড়িতে ৪৬ জনের আরেকটি গণকবর আছে। এই গণকবরগুলোতে মহিলাদের লাশই বেশি ছিল। এ ছাড়া ওয়াপদা কলোনির সিএসডি গোডাউন ও বানরীপাড়ায় দুটি গণকবর রয়েছে।
[৩৪] ডা. এম. এ. হাসান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত