কালাচাঁদপুর ঘাট নির্যাতন কেন্দ্র, মেহেরপুর
সীমান্তবর্তী শহর মেহেরপুরকে মুক্তিবাহিনীর আক্রমণ থেকে রক্ষা করার জন্য ভৈরব নদীর তির ঘেঁষে যাদবপুর, উজলপুর প্রভৃতি স্থানে পাকসৈন্যের যে কয়টি ক্যাম্প স্থাপন করা হয়, তাঁর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল কালাচাঁদপুর ঘাটের ক্যাম্পটি। এখানে গড়ে ওঠে কোম্পানি হেডকোয়ার্টার। বাঙালি নির্যাতনের জন্য তৈরি হয় বিশেষ নির্যাতনকেন্দ্র। মেহেরপুর মুক্ত হবার আগের দিন পর্যন্ত গ্রাম-গ্রামান্তরের বহু নারী-পুরুষকে এখানে নিষ্ঠুরভাবে নির্যাতন এবং শেষ পর্যন্ত হত্যা করা হয়।
[১০৩] রফিকুর রশীদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত